সালমানের ছবিতে থাকছেন জনপ্রিয় এই দক্ষিণি তারকা

143

সালমান খান এখন ব্যস্ত সময় পার করছেন। একদিকে নতুন সিনেমার শুটিং অন্যদিকে মুক্তি পেতে যাওয়া ছবির প্রচারণা। আবার বিগ বসের ১৬তম সিজনের সঞ্চালনার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। এত ব্যস্ততার মধ্যে ভাইজান দিলেন নতুন খবর। জানালেন তাঁর সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’–এ অভিনয় করবেন ‘আরআরআর’ খ্যাত দক্ষিণি তারকা রাম চরণ।

গতকাল ছিল সালমান খানের প্রথম তেলেগু সিনেমা ‘গডফাদার’-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সালমান খান তাঁর ছবিতে রাম চরণের অভিনয়ের খবরটি জানান। দক্ষিণি এই তারকা ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করবেন।

গতকাল মুম্বাইতে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সালমান বলেন, ‘হায়দরাবাদে শুটিংয়ের সময় রাম চরণ আমার সঙ্গে দেখা করতে এসে বলল—আমি আপনার ছবিতে অভিনয় করতে চাই। আপনার সঙ্গে এক ফ্রেমে থাকতে চাই। প্রথম ভেবেছি সে মজা করছে। তাকে বললাম, এটা নিয়ে কাল কথা বলব। পরদিন দেখি সে কস্টিউম নিয়ে হাজির। শুটিং লোকেশনে সে আমাদের আগে চলে এসেছে। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করছ? উত্তরে সে বলল, আমি শুধু ছবিতে থাকতে চাই। এভাবেই সে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। আমরা দারুণ সময় কাটিয়েছি।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। এ সিনেমায় সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির প্রমুখ। এখন নতুন যুক্ত হলেন রাম চরণ। এ সিনেমার প্রযোজনায় রয়েছেন সালমান খান নিজেই। সিনেমাটি চলতি বছরের শেষে মুক্তি পাওয়ার কথা।