ইউক্রেনে কত চেচেন সেনা লড়ছে
রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে লড়াই করছে চেচেন প্রজাতন্ত্রের ১০ হাজার সেনা।
ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন উপলক্ষে চেচেন প্রজাতন্ত্রের নিরাপত্তা, প্রতিরক্ষা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার লড়াইরত চেচেন যোদ্ধাদের সংখ্যাটি জানান প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ।
তিনি বলেন, ‘আমাদের প্রায় ১০ হাজার সাহসী সন্তান এরই মধ্যে (বিশেষ সামরিক অভিযানের এলাকায়) সীমান্তে যুদ্ধ করছে। আগামী দিনে এই বিশেষ অভিযানে অতিরিক্ত রেজিমেন্ট রওনা দেবে। প্রতিদিন নতুন নতুন স্বেচ্ছাসেবক যোগ দিচ্ছে, যারা আমাদের প্রশিক্ষকদের বিশ্বাস করে।’
কাদিরভ বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে আমরা চেচেনরা, রাশিয়ার বড় পরিবারের অবিচ্ছেদ্য অংশ।
ইউক্রেনে কত চেচেন সেনা লড়ছে
মাঝে- চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ
বিশেষ অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘রাশিয়া এবং আমরা, শয়তানবাদী এবং চেচেন-ভাষী শয়তানদের (যেসব চেচেন ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে) বিশ্বের যেকোনো জায়গায় একেবারে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করব। সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে এই জঘন্য পৃথিবীকে পরিষ্কার করব।’
রাশিয়ার সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনের অনুষ্ঠানে ২০ হাজার লোক উপস্থিত ছিলেন।
তিনি পুতিনের জন্মদিন উপলক্ষে বলেন, ‘আজ আমাদের প্রিয় প্রেসিডেন্ট, সুপ্রিম কমান্ডার-ইন-চিফ তার ৭০তম জন্মদিন উদযাপন করছেন। আমাদের সবার পক্ষ থেকে এবং সমগ্র চেচেন জনগণের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাতে চাই। রাশিয়ান ফেডারেশনের জনগণ আমাদের প্রিয় প্রেসিডেন্টের চারপাশে একত্রিত হয়েছে এবং এর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আমি আত্মবিশ্বাসী যে আমরা একসঙ্গে এটি অর্জন করব।’
চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে সামরিক অভিযানের একজন ঘোর সমর্থক তিনি। এর আগে ইউক্রেনকে বাগে আনতে স্বল্পমাত্রার পারমাণবিক বোমা ব্যবহার করা উচিত বলেও তিনি মত প্রকাশ করেছেন।