বিতর্কিত সংলাপ নিয়ে মুখ খুললেন সাবিলা
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ জনপ্রিয় ধারাবাহিক নাটকের তৃতীয় সিজন শেষ হওয়ার পর দর্শকদের আগ্রহের কারণে ‘ব্যাচেলর পয়েন্ট-৪’ নির্মাণের পর বর্তমানে প্রচার হচ্ছে।
তবে সম্প্রতি প্রচারিত এই নাটকের কয়েকটি পর্বের সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনদের আপত্তির মুখে ইউটিউব থেকে সেই সব এপিসোড সরিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা।
‘ব্যাচেলর পয়েন্ট’ জনপ্রিয় নাটকটিতে অভিনয় করেছেন সময়ের পরিচিত মুখ সাবিলা নূর। নাটকটির বিতর্কিত সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যতদূর জানি নাটকের যে
অংশগুলো সমালোচিত বা সমালোচিত হয়েছে সেগুলো সাময়িক সময়ের জন্য গোপন রাখা হয়েছে। এই নাটকের পরিচালক অমি ভাই সবসময় অগ্রাধিকার দেন। দর্শকদের কথা মাথায় রেখেই তিনি নাটক নির্মাণ করেছেন।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘যে পর্বগুলোতে দর্শকরা সমালোচনা করেছেন, সেগুলো সরিয়ে নিয়েছেন তিনি। পরবর্তীতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে নির্মাতা। এর বেশি কিছু আপাতত ভাবার দরকার নেই।’
প্রসঙ্গত, নেটিজেনদের আপত্তির মুখে ‘ব্যাচেলর পয়েন্ট-৪’ এর ৭৪, ৭৫, ৭৬ এবং ৭৭ এপিসোড মুছে ফেলা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাজি আলম, ফারিয়া শাহরিনসহ অনেকে।