পপির কথিত স্বামী যা বললেন
হঠাৎ গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে আসে, আদনান কামাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এই সংসারে আয়াত নামে তাঁর দুই বছর বয়সী সন্তানও রয়েছে। বিষয়টি নিয়ে পপির কোনো বক্তব্য পাওয়া না গেলেও প্রথম আলো কথা বলে সেই ব্যবসায়ীর সঙ্গে। আদনান কামাল নামের এই ব্যবসায়ী জানালেন, পপি তাঁদের পারিবারিক বন্ধু। কিন্তু তাঁর সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না। এটা কোনো মহল তাঁর বিরুদ্ধে ছড়াচ্ছে।
তিন বছরের বেশি সময় ধরে কোনো কাজের খবরে নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। তাঁকে দেখা যায় না চলচ্চিত্র অঙ্গনের কোনো আড্ডায়ও। তবে এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। কিন্তু কিছুদিন পরপরই তিনি নিজের বিয়েসংক্রান্ত খবরের শিরোনাম হন। এমনও শোনা গেছে, সন্তানের মা হয়েছেন পপি। তবে স্বামী কে, কবে সন্তান হলো, তাঁরা কোথায় থাকেন, তা কেউ বলতে পারেননি। কয়েক মাস বিরতির পর আবারও খবরের শিরোনাম হলেন। এবার বলা হচ্ছে, পপির স্বামী আদনান কামাল জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর সন্তানের নাম আয়াত।
জাহাজ ব্যবসায়ীর সঙ্গে পপির বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর কথা হয় আদনান কামালের সঙ্গে। তিনি আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ‘গতকাল সারা দিন আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। আমি বিরক্ত। আমাকে এমনভাবে প্রশ্ন করতেছে, যেন আমি রিমান্ডে আছি। অনেকে এমনও লিখেছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আমাকে এসব করে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে।’
কথায় কথায় আদনান কামালের ভাষ্য, ‘আমি পুরোনো ঢাকার ছেলে। মানুষের ইজ্জত–সম্মান অনেক বড় জিনিস। কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারেন না। যে সাংবাদিক লিখেছেন, তাঁকে আমি বকা দেব না। তাঁর মা-বাবা কষ্ট করে পড়াশোনা করিয়ে সাংবাদিক বানিয়েছেন। সম্মানজনক একটা পেশায় কাজ করছেন তিনি। কিন্তু তিনি তো এভাবে না বুঝে লিখতে পারেন না। নিশ্চিত না হয়ে কারও ছবি এভাবে দেওয়া উচিত নয়। পুরো ব্যাপারে আমি খুব সারপ্রাইজড। তবে এ রকম নিউজ নিয়ে পড়ে থাকলে তো আর আমার চলবে না। আমি সবাইকে অনুরোধ করব, জেনে লিখুন। না জেনেও যদি লিখতে চান, তা–ও লিখুন। কিন্তু খারাপ লাগছে এটা দেখে, আপনারা আমার তিন সন্তানকে নিয়ে লেখালেখি করতেছেন, এটা খুবই কষ্টদায়ক।