দেয়ালের ভিতর মিললো ৪৪টি স্বর্ণমুদ্রা

84

বাংলাদেশে সম্প্র’তি সোনার দাম অনেক বেড়েছে। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনার ভ’রি। তবে কাতারে পরিস্থিতি উল্টো। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও সোনার দাম স্থিতিশীল রয়েছে।

বিভিন্ন জুয়েলার্সের সাথে কথা বলে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা ক’মেছে। এমন সংবাদ নিশ্চয়ই কাতার প্রবাসীদের জন্য সুখবর। আর তাই কাতারের বাজারে সোনার দাম বিভিন্ন ক্যারেট অনুসারে প্রতি গ্রামে এখন কেমন, তা জানাতে এই আয়োজন।

২২ ক্যারেটের প্রতি গ্রামের আজকের দাম ২০০ রিয়াল। ২১ ক্যারেট প্রতি গ্রামের আজকের রেট ১৮৮ রিয়াল। ১৮ ক্যারেট প্রতি গ্রামের দাম আজ ১৬৪ রিয়াল।

তবে কাতারের লোকাল মার্কেটে (যেমন গোল্ড সুকে) সোনার দাম উপরে উ’ল্লেখিত আন্তর্জাতিক বাজারের দামের চেয়ে একটু কম হয়ে থাকে।

প্রতি গ্রামের মূল্যের সঙ্গে মেকিং চার্জ বা বানানোর খরচ যোগ হয়ে থাকে যা ডিজাইনের উপর নির্ভর করে।