ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

14

তীব্র শীতে কাঁপছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় আজ (৭ জানুয়ারি) ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

তবে রাজধানীবাসী বলছে, শীত অনুভূত হচ্ছে আরও বেশি। আজকের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মতো হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আগামীকাল থেকেই দিনের কুয়াশা অনেকটা কমতে থাকবে। তবে রাতের কুয়াশা থাকবে। ১০ অথবা ১১ জানুয়ারি তাপমাত্রা ব্যাপকভাবে কমতে পারে। তার মানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্যানুসারে ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭ জেলার বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ আছে। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন।

সংশ্লিষ্টরা বলছেন, এ শৈত্যপ্রবাহের প্রভাবেই রাজধানীসহ দেশের অন্য জেলাগুলোয়ও তীব্র শীত পড়ছে।

শনিবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। প্রচণ্ড কুয়াশার কারণে সড়কে যানবাহন কম চলতে দেখা গেছে। যে যানবাহনগুলো চলছে সেগুলোর গতিও শ্লথ। হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে বাস, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন।

বরাবরের মতোই শীতের কারণে বিপাকে পড়েছে অফিস, স্কুল-কলেজগামীসহ শ্রমজীবী মানুষ। অবর্ণনীয় কষ্ট পেতে দেখা গেছে রাজধানীর ছিন্নমূল মানুষদের।