কন্যা সন্তানের মা হলেন আলিয়া

47

সুখবর দিলেন বলিউড দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

আজ রোববার সকাল সাড়ে ৭টায় আলিয়া ভাটকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের এইচএন রিল্যায়েন্স হাসপাতালে। এরপর অপেক্ষার পালা শেষে জানা যায়, কন্যা সন্তানের মা-বাবা হলেন আলিয়া ও রণবীর।

সামাজিক যোগাযাগ মাধ্যমে এরই মধ্যে খবরটি নিশ্চিত করেছেন এ জনপ্রিয় যুগল।

আজ আলিয়া হাসপাতালে পৌঁছানোর পর একে একে রওনা দিয়েছিলেন কাপুর ও ভাট পরিবারের বাকি সদস্য‌রা।

কয়েক বছর ধরে ডেটিং করছিলেন আলিয়া ও রণবীর। শুরুতে থেকেই তাদের বিয়ের গুঞ্জনে সরব সংবাদমাধ্যম। অবশেষে চলতি বছরের এপ্রিলে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা। এরপরই জুনে সন্তান আগমনের সুখবরটি চাউর করেন।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’ সিনেমার শুটিংয়ের সময় আলিয়া ও রণবীরের মধ্যে সম্পর্কের সূচনা। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়ে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির মতো ব্যবসা করেছে।