এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স তাদের প্রথম স্যাটেলাইট উত্থাপন করলো কক্ষপথে
রকেট দুনিয়ায় স্পেসএক্স কোম্পানিটি এক উজ্জ্বল নক্ষত্র। নতুন রকেট তৈরী হোক বা রকেট কোনো অত্যাধুনিক – সবেতেই এতদিন নিজেদেযন্ত্রাংশ নির্মাণ র দক্ষতার পরিচয় দিয়েছে স্পেসএক্স। স্পেসএক্স এবার বাজারে আনলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সক্রিয় রকেট ” ফ্যালকন হেভি ” । এবার তাদের কার্যক্রম ছুঁলো সাফল্যের এক নতুন দিগন্ত। মঙ্গলবার ফ্লোরিডায় কেপ ক্যানাভেরালে ঘন কুয়াশার মধ্যে এই প্রথম কক্ষপথে তারা উত্থাপন করলো স্যাটেলাইট। তিন বছরেরও বেশি সময় ধরে চলছিল এর ট্রায়াল। অবশেষে এলন মাস্কের এই কোম্পানি সাফল্য পেলো তাদের নয়া অভিযানে।
ফ্যালকন ৯ এই রকেট সিস্টেমটি একটা স্পেসএক্স লঞ্চ প্যাড থেকে উত্থাপন করা হয় এর কক্ষপথে ২ তো উপগ্রহ ছাড়াও ছিল ছোট ছোট কৃত্রিম উপগ্রহের একটি দল।
সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে মহাকাশে পেন্টাগনের প্রতিরক্ষা কার্যক্রমের তদারকির জন্য যে মার্কিন সামরিক শাখাটি প্রতিষ্ঠিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অধীনে মঙ্গলবার এই কার্যক্রম সম্পন্ন হয়।